RESIDENTIAL MODEL SCHOOL & COLLEGE

East Green View(Halishahar Noya Bazar), Port Connecting Road, Chattogram, Bangladesh.

Phone: +8801919 317006, +88 01619 317006, +8801707 317006 mail: rksrmc@gmail.com

নোটিশ : ভর্তি ও তথ্যের জন্য-01919 317006 | আবাসিক-অনাবাসিক ও ডে-কেয়ার | নার্সারী হতে দ্বাদশ শ্রেণি |

Hostel Terms & Conditions

 রেসিডেন্সিয়াল মডেল স্কুল এণ্ড কলেজ
ফোন:+8801919 317006, +8801619 317006, +8801707 317006, +8801819 317006

                   রেসিডেন্সিয়াল মডেল স্কুল এণ্ড কলেজ                                       ফোন-+8801919 317006, +8801619 317006, +8801707 317006, +8801819 317006

হোষ্টেল শিক্ষার্থীর নিয়মাবলী

রেসিডেন্সিয়াল মডেল স্কুল এণ্ড কলেজ একটি বেসরকারী আবাসিক/অনাবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। অন্য যে কোন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এর কিছুটা নিয়মের পার্থক্য রয়েছে। তাই ছাত্র-ছাত্রী ভর্তির পর জটিলতা এড়ানোর জন্য ভর্তির আগেই সকল নিয়ম-কানুন ভালভাবে জেনে নেয়া জরুরী। তাই ভর্তির পূর্বে সব জেনে নিন-তারপর সিদ্ধান্ত-

ক. প্রাতিষ্ঠানিক বিধি-বিধান :
০১। শুধুমাত্র গার্ডিয়ান কার্ড বহনকারী ব্যক্তিই ছাত্রের প্রকৃত অভিভাবক হিসাবে বিবেচ্য হবে-অন্য কেউ নন।
০২। শিক্ষার্থীদের সাথে অভিভাবক মাসের ২য় ও ৪র্থ শুক্রবার সকাল (৯টা-১২টা), বিকাল (৩টা-৫টা) দেখা করতে পারবেন।
০৩। অভিভাবক ছাত্রাবাস কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট সময়ে ছাত্রাবাসের নির্ধারিত কক্ষে ছাত্র-ছাত্রীদের সাথে দেখা করতে পারবেন। নির্ধারিত সময়ে প্রকৃত অভিভাবক ছাড়া কেউ দেখা করতে পারবেন না।
০৪। ছাত্রাবাসে অভিভাবকগণ শুধুমাত্র শুকনো খাবার সরবরাহ করার সুযোগ পাবেন।
০৫। ছাত্র-ছাত্রীদের হাতে নগদ টাকা দিবেন না। প্রয়োজনে খাবার ও সামগ্রী ক্রয় করে দিবেন।
০৬। ছাত্রাবাস বন্ধকালীন ছাত্রাবাসে যোগদান’র সময় শিক্ষার্থীর আগমন-প্রস্থানের দায়িত্ব অভিভাবকগণ বহন করবেন।
০৭। শিক্ষার্থী স্বেচ্ছায় পলায়ন করলে বা অন্য কোন দুর্ঘটনার সৃষ্টি করলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না-শাস্তি মানতে হবে।
০৮। খাট, টেবিল ও চেয়ার কর্তৃপক্ষ সরবরাহ করবে। অন্যান্য জিনিস পত্র তালিকা অনুযায়ী অভিভাবক শিক্ষার্থীর সঙ্গে দিয়ে দিবেন। প্রতিষ্ঠানের কোন সরঞ্জাম ক্ষতি করলে তার ক্ষতিপূরণ ছাত্র-বহন করবে।
০৯। আবাসিক ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠানের নিয়ম-কানুন ও দৈনন্দিন কার্য-তালিকা মেনে চলতে বাধ্য থাকবে।
১০। ছাত্রাবাস কর্তৃক অনুমোদিত সেলুনে নির্দিষ্ট সময়ে চুল কেটে নিতে হবে।
১১। বিছানা ও নিজ কক্ষ পরিপাটি রাখার দায়িত্ব ছাত্রের উপর বর্তায়।
১২। প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম লংঘন করলে( যেমন-ঝগড়া, অপরাধমূলক কর্মকান্ড ) কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীকে বহিষ্কার করতে পারবে। হোস্টেল থেকে বহিস্কৃত ছাত্র স্কুল থেকেও বহিস্কৃত বলে বিবেচিত হবে।

খ. ছাত্রাবাসের দেয় :
০১। ছাত্রের পাওনাদি মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। ১ মাসের অধিক সময় অনাদায়ী থাকলে ছাত্রাবাসে তার সীট বাতিল করা হবে। বিলম্বের জন্য ৩০০/- টাকা বিলম্ব ফিসহ পরিশোধ করতে পারেন।
০২। কোন ছাত্র-ছাত্রী হোস্টেল ত্যাগ করতে চাইলে সেশনের শুরুতে অর্থাৎ জানুয়ারী মাসেই ত্যাগ করতে পারবে। এ বিষয়ে ডিসেম্বর মাসে কর্তৃপক্ষ বরাবরে দরখাস্ত দিতে হবে।
০৩। সেশনের মাঝখানে হোস্টেল ত্যাগ করতে চাইলে বছরের বাকী সময়ের জন্য ৬০% হোস্টেল চার্জ প্রদান করতে হবে। মাঝে ভর্তি হতে চাইলেও পূর্বদিন গুলোর ৫০% হোস্টেল চার্জ দিতে হবে।

গ. ছাত্রদের ছুটি ও চিকিৎসার নিয়মাবলী :
০১। ছাত্র-ছাত্রীদের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী ছুটি পাবে। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বে ছুটি অনুমোদন করা যাবে। হোস্টেলে আগমনের অন্তত. ৩০ দিন সময়ের পূর্বে ছাত্রদের ছুটি দেয়া যাবে না।
০২। আবাসিক ছাত্রদের শুধু প্রাথমিক চিকিৎসা কর্তৃপক্ষ বহন করবে(মাসে অনধিক ৭০/-টাকা)। অন্যান্য চিকিৎসার ব্যয় অভিভাবক বহন করবে। ছাত্রাবাসে টেলিফোন সংরক্ষিত। জরুরী প্রয়োজন ছাড়া অতিরিক্ত            ফোন করা থেকে বিরত থাকুন।

…………………………….                                                                                                                                                                                                                                                                              ……………………………
অভিভাবক                                                                                                                                                                                                                                                                                                   কর্তৃপক্ষ